রাজবাড়ীর ডিবি পুলিশ তিনশ গ্রাম হেরোইনসহ আবু হানিফ বিশ্বাস (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। গত শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের চন্দনী ইউনিয়ন পরিষদের সামনে তাকে গ্রেপ্তার করা হয়। আবু হানিফ বিশ্বাস কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার বিলঘাতুয়া গ্রামের মৃত ওয়াজেদ আলী বিশ্বাসের ছেলে।
রাজবাড়ী ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়ন পরিষদের সামনে থেকে ৩শ গ্রাম অবৈধ মাদকদ্রব্য হেরোইনসহ আবু হানিফ বিশ্বাস নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা। এব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।