রাজবাড়ী সদর হাসপাতালের সামনে এক ব্যবসায়ীকে মারপিট ও চাঁদাবাজির অভিযোগে বোতল রানা নামে এক যযুবককে গ্রেফতার করেছে পুলিশ। রাজবাড়ী সদর থানা ও রাজবাড়ী ডিবি পুলিশ যৌথ অভিযান চালিয়ে গত শনিবার বিকেলে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলা এলাকা থেকে তাকে গ্রেফতার করে। সে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর গ্রামের নিয়ামত শেখের ছেলে।
জানা যায়, রাজবাড়ী সদর হাসপাতাল এলাকায় ডায়াগনস্টিক সেন্টার ব্যবসায়ী সিদ্দিক শেখের কাছে চাঁদা না পেয়ে গত ১৪ জুলাই দুপুরে তাকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। এ ঘটনায় ভুক্তভোগী সিদ্দিক শেখ বাদী হয়ে ১৫ জুলাই রাজবাড়ী সদর থানায় বোতল রানাসহ পাঁচজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।
রাজবাড়ী সদর থানার ওসি মাহমুদুর রহমান জানান, মামলা দায়েরের পর সদর থানার পুলিশ ও ডিবি পুলিশ আসামিদের গ্রেপ্তারে তৎপর হয়। তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামি বোতল রানার অবস্থান শনাক্ত করার পর গাজীপুরের কালিয়াকৈর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার দেখানো মতে মারামারির কাজ ব্যবহৃত লোহার রড উদ্ধার করা হয়। রোববার তাকে রাজবাড়ীর আদালতে চালান করা হয়েছে। এই মামলায় এ পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।