সোমবার, ২৮ জুলাই ২০২৫, ০১:৩২ পূর্বাহ্ন

অবৈধ বালু উত্তোলনকারীদের শাস্তি দাবিতে সংবাদ সম্মেলন

আমাদের রাজবাড়ী ডেস্ক ॥
  • Update Time : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ২০ Time View

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের রাখাল গাছি এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন কারীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার দুপুরে উপজেলার রাখাল গাছি বটতলা এলাকায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। রাখাল গাছি আশ্রয় কেন্দ্র ১ নং ওয়ার্ড এর সকল গ্রামবাসীর ব্যানারে সংবাদ সম্মেলনে বক্তারা অপরাধীদের শাস্তির দাবি জানিয়েছেন।

বক্তব্য রাখেন দেবগ্রাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্মআহবায়ক রফিকুল ইসলাম সরদার, দেবগ্রাম ইউনিয়ন ১ নং ওয়ার্ডের সভাপতি আমজাদ মন্ডল, সাধারণ সম্পাদক মাইনদ্দিন প্রামানিক, সাইমদ্দিন প্রামানিক মাতুব্বর ও বাবু মাতুব্বর সহ অনেকে। উপস্থিত ছিলেন রাখাল গাছি অঞ্চলে বসবাসরত প্রায় ৮ টি গ্রামের মানুষ।

বক্তারা বলেন, এই রাখাল গাছি অঞ্চলে প্রায় ৪ হাজার মানুষের বসবাস। এখানে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগ সরকারের আমলে বালু উত্তোলন করেছে। যার ফলে বর্তমানে এ অঞ্চলে তীব্র ভাঙন দেখা দিয়েছে। এ ধরণের ন্যাকারজনক কাজের সাথে জড়িতদের আমরা কঠোর শাস্তির দাবি জানাই।

দেবগ্রাম ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম সরদার বলেন, যারা রাতের আধারে ও প্রকাশ্যে দিনের আলোতে ডেজার মেশিন বসিয়ে অবৈধ উপায়ে বালু উত্তোলন করেছে। তাদের জন্যই এখন নদী ভাঙন হচ্ছে। যারা এ কাজের সাথে জড়িত তাদের সকলেরই শাস্তি হওয়া দরকার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 daily Amader Rajbari
Theme Dwonload From ThemesBazar.Com