পূণর্জাগরণ সমাজ সংগঠনে লাখো কন্ঠে শপথ পাঠ অনুষ্ঠানে শিক্ষাশিল্পে গর্ব দেশ হবে মানবিক বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে শিশু কিশোর অধিকার পরিষদ নামে একটি সাংস্কৃতিক সংগঠন ২০১৫ সালে সংগঠিত হয়। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে শনিবার বেলা ১১ টায় মঞ্চস্থ হয় নাটক হায়নার চোখ। রচনায় সুরাইয়া রহমান, একক অভিনয় ও নির্দেশনা : জিহাদুর রহমান।
মিউজিকে এনামুল, রোজা, তাবাসসুম রহমান ত্বহা। মঞ্চ ব্যবস্থাপনায়, রোহান, জান্নাতুল, লামিয়া রাফছিন, মায়া।