গতকাল রোববার মাদক ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৮ আসামীকে গ্রেফতার করেছে রাজবাড়ী সদর থানার পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর নতুন বাজার এলাকার মৃত আতর আলী শেখের ছেলে জাহাঙ্গীর শেখ (৪১), ভবদিয়া গ্রামের মোঃ জালাল শেখের ছেলে মোঃ আমির হোসেন, রাধাকান্দপুর গ্রামের আক্কাস আলী খানের ছেলে মোঃ মিঠুন খান, মহিষবাথান গ্রামের আপান শেখের ছেলে রাজু শেখ (২৫), মহারাজপুর গ্রামের সামাদ শেখের ছেলে মোঃ হারুন শেখ, পূর্ব ভবদিয়া গ্রামের ছাত্তার প্রামানিকের ছেলে টয়ান প্রামানিক, আগমারাই গ্রামের মৃত জলিল কাজীর ছেলে মোঃ হেলাল কাজী(৫৪) ও পাচুরিয়ার আলম সর্দারের ছেলে সবুজ মিয়া(৩০)।
রাজবাড়ী সদর থানার ওসি মাহমুদুর রহমান জানান, রোববার বিশেষ অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। সকলকে আদালতে চালান করা হয়েছে।