রাজবাড়ীতে নানা আয়োজনের মধ্য দিয়ে শনিবার বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত হয়েছে।
রাজবাড়ী জেলা প্রশাসন, জেলা সমাসেবা কার্যালয় ও প্রতিবন্ধী সেবা সাহায্য কেন্দ্রের যৌথ উদ্যোগে দিবসটি পালিত হয়।
‘দৃষ্টিজয়ে ব্যবহার করি প্রযুক্তিনির্ভর সাদাছড়ি’ স্লোগানকে সামনে রেখে সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু কায়সার খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, রুবাইয়াত মো. ফেরদৌস উপপরিচালক জেলা সমাজসেবা কার্যালয় রাজবাড়ী। সভাপতিত্ব করেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাহাবুর রহমান শেখ।
অনুষ্ঠানে দৃষ্টি প্রতিবন্ধীদের হাতে সাদা ছড়ি তুলে দেন অতিথিবৃন্দ।