সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ১১:২৬ পূর্বাহ্ন

পাংশায় কবিতা পাঠের আসর

আমাদের রাজবাড়ী ডেস্ক ॥
  • Update Time : শনিবার, ১৫ অক্টোবর, ২০২২
  • ২২৬ Time View

রাজবাড়ীর পাংশা লেখক ও সংষ্কৃতি সংগঠনের সভাপতি কবি ও সাংবাদিক সেলিম মাবুদের সভাপতিত্বে শুক্রবার দুপুরে পাংশা শহরের নারায়নপুর সংগঠনের কার্যালয়ে গল্প ও কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে ।

আসরে প্রধান অতিথি ছিলেন পাংশা’র বিশিষ্ট কবি ও ছড়াকার কবি মোল্লা মাজেদ। বিশেষ অতিথি ছিলেন কবি মুহাম্মদ ফিরোজ হায়দার, পাংশা সরকারি কলেজের সাবেক অধ্যাপক হাজারী আবুল হাসেম, কবি এবাদত আলী সেখ, লেখক ও কবি শেখ মুহাম্মদ সবুর উদ্দিন, কবি মামুন ওয়াদুদ, কবি ষড়জিৎ বিষœু শ্যাম, কবি ফিরোজ মাহমুদ মোক্তার, কবি শহিদুল ইসলাম ।

স্বরচিত কবিতা পাঠ করেন কবি সন্ধ্যা রানী কুন্ডু, কবি রোকেয়া রহিম, কবি সুমি খন্দকার, বিকর্ন কুমার মন্ডল, মো. শামিম, সাকী মাহমুদ, সুজন প্রমুখ।

নতুন লেখনী আগামীর পথচলা, অহংকার-হিংসার পাহাড় ভেঙ্গে সকল সুন্দরে হোক লেখনী – এই স্লোগান কে সামনে রেখে প্রতি মাসের ২য় শুত্রবার নিয়মিত বসে পাংশা লেখক ও সংষ্কৃতি সংগঠনের আয়োজনে কবিতা পাঠের আসর। উপস্থিত সকল সম্মানিত কবি ও লেখক দের আগাম আমন্ত্রণ জানিয়ে সভাপতি আসর শেষ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 daily Amader Rajbari
Theme Dwonload From ThemesBazar.Com