রাজবাড়ী জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে বৃহস্পতিবার রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে টাইফয়েড ভ্যাকসিনেশন বিষয়ক ওরিয়েন্টশন অনুষ্ঠিত হয়েছে।
শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম’ শীর্ষক প্রকল্পের আওতায় ইউনিসেফ বাংলাদেশ এর সহযোগিতায় তরুণ ভলান্টিয়ারদের জন্য দিনব্যাপী জেলাভিত্তিক ওরিয়েন্টেশন এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী সিভিল সার্জন ডাা. এস. এম. মাসুদ, রাজবাড়ী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. তবিবুর রহমান, মেডিকেল অফিসার ডা. মো. সোহেল শেখ।
কর্মশালায় অংশগ্রহণকারী তরুণ ভলান্টিয়াররা টাইফয়েড প্রতিরোধে টিকাদান কার্যক্রম বিষয়ে বিস্তারিত ধারণা গ্রহণ করেন এবং আগামী দিনে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি তারা মাঠপর্যায়ে কার্যকর ভূমিকা রাখবেন মর্মে প্রতিশ্রুতি দেন।