সারাদেশে গোপন তৎপরতায় দীর্ঘদিন অভ্যস্ত গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপতৎপরতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
জানা গেছে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে নানা অপপ্রচারসহ সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদেই এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবকদল।
শুরুতে দুপুরের থেকেই জেলা শহরের আজাদী ময়দান সংলগ্ন রাজবাড়ী জেলা বিএনপির কার্যালয়ে সংগঠনটির নেতাকর্মীরা একত্রিত হতে শুরু করেন। এরপর বিকেল সাড়ে ৫টার দিকে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়কের পান্না চত্বর ঘুরে ১ নম্বর রেলগেটের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন রাজবাড়ী বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মালেক খান, সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, রাজবাড়ী সদর উপজেলা কমিটির যুগ্ম-আহ্বায়ক নুরুন্নবী প্রমুখ। এসময় জেলা স্বেচ্ছাসেবক দলসহ সংগঠনটির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, বিগত ১৭ বছর গুপ্তচরের মত রাজনীতি করেছে একটি সংগঠন। আওয়ামী লীগ সরকারের সকল অপকর্মের সাথে তারা যুক্ত ছিল। তারাই আজ বিএনপিকে নিয়ে নানা ষড়যন্ত্র শুরু করেছেন। বিএনপিকে নিয়ে কেউ কোনো প্রকার ষড়যন্ত্রে লিপ্ত হলে তাদের রাজপথে প্রতিহত করা হবে। এসময় তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে নানা ধরনের মন্তব্য ও অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা।
বিক্ষোভ মিছিলে ‘জামায়াত শিবির রাজাকার, এই মূহুর্তে বাংলা ছাড়’ ‘আমার সোনার বাংলায়, রাজাকারের ঠাই নাই’ হিজরা হিজরা, এনসিপি হিজরা’ দিল্লি গেছে স্বৈরাচার, পিন্ডি যাবে, রাজাকার’ বলে নেতাকর্মীদের স্লোগান দিতে দেখা যায়।