রাজবাড়ীর গোয়ালন্দ থানা পুলিশের বিশেষ অভিযানে ৩৭ পুরিয়া হেরোইন যার ওজন ৩.৭ গ্রামসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
আটককৃত উভয় আসামী হলেন, ফরিদপুর জেলার কোতোয়ালি থানার কমলাপুর গ্রামের তরুণ ঘোষের ছেলে অমিত ঘোষ (১৯), অপর আসামী একই গ্রামের মতিয়ার শেখের ছেলে আসিফ শেখ (২০)।
থানা পুলিশ সূত্রে জানা যায়, ১৪ জুলাই সোমবার রাত পনে ১০ ঘটিকার সময় গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম এর দিকনির্দেশনায় মাদক কারবারিদের চর দৌলতদিয়া আব্বাস শেখের বাড়ির সামনে হতে ৩৭ পুরিয়া অর্থাৎ ৩.৭ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়।
এব্যাপারে গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, আটককৃত মাদক কারবারিদের থানায় নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।