রাজবাড়ীতে চলতি সপ্তাহে ফের বেড়েছে কাঁচা মরিচের দাম । গত দুই তিনদিন বৃষ্টির পরিমান বেশি হওয়ায় বাজারে মরিচের সরবরাহ কমেছে। চলতি সপ্তাহের প্রথম দুই দিন মরিচের দাম কিছুটা কম থাকলেও গত কাল থেকে প্রতি কেজি কাঁচা মরিচে ১৫০ টাকা বেড়ে ৩০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা জানান অতি বৃষ্টিতে স্থানীয় চাষিদের মরিচ ক্ষেতে পানি জমেছে। এতে কৃষকেরা ক্ষেত থেকে মরিচ তুলতে না পারায় বাজারে সরবরাহ কমেছে। একারনে বিভিন্ন জেলা থেকে মরিচ সরবারহ করছেন ব্যবসায়ীরা। আর সরবরাহ করার কারনে মরিচের দাম বৃদ্ধি পেয়েছে বলে জানান তারা। স্থানীয় চাষিদের উৎপাদিত মরিচের ঘাটতি দেখা দেওয়ায় গত সপ্তাহের চাইতে এ সপ্তাহে কেজিতে ১৫০ টাকা দাম বাড়ায় প্রতি কেজি মরিচ মান ভেদে বিক্রি হচ্ছে ২৮০/৩০০ টাকা কেজিতে। গত দুই দিনের চাইতে গতকাল ও আজ বাজার দর আরো বেশি বেড়েছে বলে জানা তারা।
ক্রেতারা জানান, বৃষ্টি হলেই এখন কাঁচা মরিচের দাম বাড়ে। এক লাফেই দ্বিগুন দাম বেড়ে মরিচের বাজার দর আবার আকাশচুম্বি হয়ে গেছে। দাম বাড়ার কারনে তারা সামান্য পরিমানে মরিচ কিনছেন।তবে এ দাম বেশি দিন যেন স্থায়ী না হয়, সেদিকে প্রশাসনকে নজরদারি রাখার আহবান জানান।