রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর বাজারে বিভিন্ন পণ্যের দোকানে অভিযান পরিচালনা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার সকালে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় দুইটি প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান। এতে অংশগ্রহণ করেন জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য কুমার প্রামাণিক, জেলা পুলিশ লাইন্সের সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) মো. শরিফুল হোসেন এবং সহযোগিতা করেন জেলা প্রশাসন ও জেলা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কার্যালয় সূত্র জানায়, অভিযান পরিচালনাকালে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর বাজার এলাকায় বিভিন্ন নিত্য-প্রয়োজনীয় পণ্যের দোকান, চাল, ঔষধ ও ফার্মেসীসহ বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান তদারকি করা হয়।
অভিযানে পণ্য যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করা এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করার অপরাধে খানখানাপুর বাজারের মেসার্স রাফী ফার্মেসীকে ৫ হাজার টাকা ও মেসার্স আয়শা মেডিকেল হলকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান বলেন, অভিযানে দুইটি প্রতিষ্ঠানকে বিভিন্ন অপরাধে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সরকারি বিধিবিধান মেনে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য সচেতনতামূলক প্রচারপত্র বিলি করা হয়েছে।