রাজবাড়ীর গোয়ালন্দে স্কুল ও স্কুলের আশেপাশের রাস্তায় প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং স্কুলের শিক্ষার্থীদের ছায়ার নিচে পড়ালেখার সুবিধার্থে দৌলতদিয়া যুব শক্তি ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
১৫ জুলাই সকাল ১০টায় দৌলতদিয়া সামজদ্দিন বেপারি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
এসময় বৃক্ষরোপণ কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করেন গোয়ালন্দের কৃতি সন্তান এ্যাডভোকেট আরাফাত হোসেন।
বৃক্ষরোপণ কর্মসূচিতে এসময় উপস্থিত ছিলেন, যুব শক্তি ক্লাবের সভাপতি মো. আবু সাইদ সোহাগ, সাধারণ সম্পাদক মো. হুসাইন শেখ, দপ্তর সম্পাদক মো: সাব্বির খান, সদস্য রুমন, তামিম, অসিম, আবু সাইদ, নিরব মোল্লাসহ স্কুলের শিক্ষক মন্ডলী, ছাত্র-ছাত্রী বৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।