সোমবার বিকেলে জেলা ছাত্রদলের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে নানা অপপ্রচারসহ সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদেই এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে রাজবাড়ী জেলা ছাত্রদল।
সমাবেশে জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, সদস্য সচিব শাহিনুর রহমান শাহিন, জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আসজাদ হোসেন আজাদ, যুগ্ম আহ্বায়ক আতিয়ার শিকদার আতিক, জেলা সদস্য নিকবর হোসেন প্যারিস, সদর উপজেলার ছাত্রদলের সভাপতি সোহেল প্রামাণিক প্রমুখ।
এসময় জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক রাসেল শেখ, সদর উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন পাটোয়ারী, রাজবাড়ী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি টোকন, সাবেক সিনিয়র সহ-সভাপতি জামিল সরদার, সভাপতি তানভীর খান রনি, সাধারণ সম্পাদক রাজন মন্ডলসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, বিগত ১৭ বছর গুপ্তচরের মত রাজনীতি করেছে একটি সংগঠন। আওয়ামী লীগ সরকারের সকল অপকর্মের সাথে তারা যুক্ত ছিল। তারাই আজ বিএনপিকে নিয়ে নানা ষড়যন্ত্র শুরু করেছেন। বিএনপিকে নিয়ে কেউ কোনো প্রকার ষড়যন্ত্রে লিপ্ত হলে তাদের রাজপথে প্রতিহত করা হবে।