রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের বাহাদুরপুর এলাকায় কয়েকদিন যাবৎ অবৈধভাবে মরা পদ্মা নদী থেকে ড্রেজিং মেশিন দিয়ে বালু উত্তোলন করায় অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
১৪ জুলাই, সোমবার বিকালে ৫ টার দিকে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাহিদুর রহমান। এছাড়াও সন্ধ্যায় মহাসড়কে ড্রাইভিং লাইসেন্স না থাকায় দুজন মোটরসাইকেলের চালককে ৬০০ টাকা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হয়েছে।
এ ব্যাপারে ইউএনও জানান, অনুমতি ছাড়া অবৈধভাবে মরা পদ্মা থেকে ড্রেজিং মেশিন দিয়ে বালু উত্তোলনের দায়ে ১৫টি পাইপ ভেঙ্গে ধ্বংস করা হয়েছে এবং গোয়ালন্দ বাসস্ট্যান্ডে দুটি মোটরসাইকেলের চালকের ড্রাইভিং না থাকায় ৬০০ টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরও জানান, গোয়ালন্দ উপজেলায় যারা অবৈধভাবে বালু উত্তোলনে জড়িত তাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে, তারা যেনো কোনো ফসলি জমি, পুকুর থেকে উপজেলা প্রশাসনের অনুমতি না নিয়ে মাটি বা বালু উত্তোলন না করে। জনস্বার্থে এ অভিযান আগামীতে অব্যহত থাকবে বলেও অবগত করেন।