রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বাবু শেখকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। রোববার দুপুরের দিকে রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়ন পরিষদের মধ্যে ঘটনাটি ঘটে। চাঁদা না পেয়ে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেন তিনি।
বাবু শেখ রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের আহলাদিপুর গ্রামের আব্দুর রশিদ শেখের ছেলে। তিনি শহীদওহাবপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
জানা গেছে, মোটরসাইকেল কেনার কথা বলে স্থানীয় কয়েক যুবকতার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। টাকা দিতে অস্বীকার করায় রবিবার সকালে ৫/ ৭জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র দিয়ে তার উপর হামলা চালায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান সাংবাদিকদের জানান, এই বিষয়ে থানায় কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।