রাজবাড়ীর গোয়ালন্দে ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলী বাহিনীর বর্বরোচিত হামলা ও গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলার সর্বস্তরের জনগণ ও ছাত্র-জনতা। সেইসাথে এই মানবতাবিরোধী অপরাধের প্রতিবাদে সারা মুসলিম বিশ্ব নেতাদের একত্রিত হয়ে কর্মসূচী গ্রহণেরও তাগিদ দেন বক্তারা।
সোমবার সকাল ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের দুপাশে গোয়ালন্দ বাসস্ট্যান্ডে ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে শতশত জনগণ ও ছাত্র-জনতার অংশগ্রহণে কর্মসূচী পালন করা হয়। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলটি মহাসড়ক হয়ে উপজেলা কোর্ট চত্বর মাঠে গিয়ে শেষ হয়। পরে ফিলিস্তিনের নিহত ও আহতের স্মরণে বিশেষ মোনাজাতে দোয়া করা হয়।
এসময় গোয়ালন্দ উপজেলা মডেল মসজিদের খতীব ও ইমাম মুফতি আজম আহমদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সুলতান নুর ইসলাম মুন্নু, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, পৌর জামায়াতে ইসলামীর সভাপতি ও পৌর ইমাম কমিটির সভাপতি মো. জালাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু সাইদ, মোস্তফা মেটাল এর পরিচালক মো. সেলিম মুন্সী, উপজেলা ছাত্রদলের সভাপতি মো. রেজাউল হাসান মিঠু, উপজেলা মুজাহিদ কমিটির সভাপতি মো. কোরবান আলী প্রমুখ।
উপস্থিত বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগানে সমস্ত ইসরায়েলি পণ্য বয়কটের ঘোষণা দেন। গাজায় বসবাসরত মুসলমানদের উপর জুলুম অত্যাচারের তীব্র প্রতিবাদ জানান। তাছাড়া ফিলিস্তিনের গাজা ও রাফায় মুসলমানদের উপর নারকিয় হত্যা বন্ধ করতে বিশ্ব মুসলিমদের একত্রিত হওয়ার আহবান জানান।
পাংশা প্রতিনিধি জানান, নির্বিচারে গণহত্যার প্রতিবাদে সোমবার রাজবাড়ীর পাংশায় বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্টিত হয়েছে। সোমবার পাংশার সর্বস্তরের জনসাধারন বিক্ষোভ মিছিল নিয়ে পাংশা সরকারি কলেজ প্রদক্ষিন শেষে শহরের কালীবাড়ি মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সাবেশ করেন। বিক্ষোভ মিছিল ও সমাবেশে ইহুদি রাষ্ট্র ইসরাইল কর্তৃক ফিলিস্তিনে নির্বিচারে গণহত্যার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। একই সাথে সকল ব্যাবসায়ীদেরকে ইসরাইলি পণ্য বিক্রয় না করবার জন্য এবং সকল মানুষকে ইসরাইলি পন্য ক্রয় না করবার জন্য অনুরোধ জানানো হয়।
এদিকে রাজবাড়ী শহরে হেফাজতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জামায়াতে ইসলামী পৃথক পৃথকভাবে মিছিল সমাবেশ করেছে। এসব মিছিল সমাবেশ থেকে ইসরাইলিদের ধিক্কার জানানো হয়। পাশাপাশি ইসরাইলি পণ্য বয়কটের ঘোষণা দেওয়া হয়।