রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান বলেছেন, সরকার নারী ও শিশুদের জন্য নিরাপদ সমাজ গড়তে চায়। জনসচেতনতার মাধ্যমে আমাদের এমন সমাজ গড়ে তুলতে হবে। এ কাজ করতে না পারলে আমাদের উন্নত রাষ্ট্রের স্বপ্ন সফল হবে না।
বৃহস্পতিবার রাজবাড়ীর কালুখালী উপজেলায় জেলা তথ্য অফিস আয়োজিত শিশু ও নারী উন্নয়নে সচেতনামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) ১ম সংশোধন শীর্ষক প্রকল্পের আওতাধীন শিশু মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, শিশুদের মেধার সঠিক বিকাশের জন্য পড়ালেখার পাশাপাশি খেলাধুলা চর্চা করতে হবে। তাদের প্রতি সজাগ দৃষ্টি রাখতে হবে।
কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মো. আতিকুল ইসলামের সভাপতিত্বে ও জেলা তথ্য অফিসার শাহিন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় কালুখালী থানার অফিসার ইনচার্জ নাজমুল হাচান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ এনায়েত হোসেন, কালুখালী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা পূর্ণিমা হালদার প্রমুখ উপস্থিত ছিলেন।
সমাপনী অনুষ্ঠানে চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ী ও শিশুমেলায় স্টল প্রদর্শনকারী প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করা হয়।