রাজবাড়ীর পাংশা উপজেলার বৃত্তিডাঙ্গা বাজারের প্রায় তিনশ গরু ব্যবসায়ীর সাথে মধ্যাহ্ন ভোজ করলেন গরুর হাটের ইজারাদার নাজির হোসেন। প্রচন্ড গরমে গরুর হাটে ত্রিপল দিয়ে ছামিয়ানা টানানোর পরিকল্পনা রয়েছে ইজারাদারের।
রাজবাড়ীর পাংশা উপজেলার শরিসা ইউনিয়ন এর বৃত্তিডাঙ্গা বাজারটিতে কলিমহর ইউনিয়ন, কসবামাজাইল, শরিসা,বাবুপাড়া, মৌরাট ইউনিয়নসহ ওই এলাকার সকল প্রকার কৃষি পণ্য ক্রয় বিক্রয় হয়ে থাকে। সপ্তাহের প্রতি সোম ও শুক্রবার বাজার লাগে। প্রতি শুক্রবার বৃত্তিডাঙ্গা বাজারে এ অঞ্চলের সবথেকে বড় পশুর হাট বসে এখানে। এ বাজারের সার্বিক নিরাপত্তা রয়েছে যাতাযাতের সু-ব্যবস্থা থাকায় দেশের বিভিন্ন এলাকা থেকে ব্যাপারীরা এ বাজারে আসছে।
বৃত্তিডাঙ্গা বাজারের ইজারাদার নাজির হোসেন বলেন, আমরা সকলে মিলে চেষ্টা করছি বাজারটা সুন্দর করে পরিচালনা করতে। আমরা বাজারের ব্যবসায়ীদের সার্বিক নিরাপত্তাসহ সকল প্রকার সুবিধা দিয়ে আসছি। শুক্রবার প্রায় তিনশ জন ব্যপারীকে দুপুরের খাবার খাইয়েছি। আমাদের হাটে আসার জন্য সড়কের ব্রীজটি দির্ঘদিন ধরে নির্মানাধীন অবস্থায় পড়ে রয়েছে। এ ব্রীজটি তৈরী হলে আমরা উপকৃত হতাম।