বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে’র নব-নির্বাচিত সভাপতি তাবিথ আউয়ালকে সম্মাননা স্মারক প্রদান করেছে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন গোয়ালন্দ ফুটবল একাডেমী। পাশাপাশি গোয়ালন্দ ফুটবল একাডেমীর পক্ষ হতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে’র টেকনিক্যাল ডিপার্টমেন্টের অ্যাডমিনিস্ট্রেটর মো. মাহাবুব আলম পলোকেও সম্মাননা স্মারক দেয়া হয়। গত শুক্রবার রাজশাহী জেলা পরিষদ মিলনাতায়ন নানকিং রেস্টুরেন্টে বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত কর্মশালায় এ সম্মাননা স্মারক প্রদান করা হয়। এদিন দেশের ১৮০ টি একাডেমীকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন-বাফুফে স্বীকৃতিপ্রাপ্ত সনদপত্র প্রদান ও ফুটবল উন্নয়ন সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত হয়।
এসময় বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে’র নব-নির্বাচিত সভাপতি তাবিথ আউয়ালকে সম্মাননা প্রদানে উপস্থিত ছিলেন গোয়ালন্দ ফুটবল একাডেমীর চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা সদস্য মো. সাজ্জাদ হোসেন, প্রতিষ্ঠাতা সদস্য ও উপদেষ্টা মো. সেলিম রেজা, লুৎফর রহমান, তাহাজ্জুত হোসেন তাহা, সভাপতি গোলাম মোস্তফা সোহাগ, সহ-সভাপতি আরিফ হোসেন নারু, হুমায়ন আহমেদ, সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. আব্বাস আলী, সদস্য ডাঃ আব্দুল মাজেদ প্রমুখ।