‘দক্ষ সংগঠক গড়ে তুলি, সংগঠনকে সংহত করি’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ মহিলা পরিষদের ৫৫তম প্রতিষ্ঠাবার্ষকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার রাজবাড়ী জেলা মহিলা পরিষদের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি মিলনাতনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে। রাজবাড়ী মহিলা পরিষদের সভাপতি ডা. পূর্ণিমা দত্তের সভাপতিত্বে অন্যদের মাঝে বক্তৃতা করেন সংগঠনের বিভাগীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যড. দেবাহুতি চক্রবর্তী, সাবেক সভাপতি লাইলী নাহার, সংগঠক সবিতা গুহ চন্দ, সাবেক সাধারণ সম্পাদক শামসুন্নাহার বেগম, সাধারণ সম্পাদক ক্রিস্টিয়া মারিও রেখা, মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের সভাপতি সালাম তাাসির, রাজবাড়ী সুহৃদ সমাবেশের সভাপতি কমল কান্তি সরকার, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ফকির শাহাদত হোসেন, জেলা উদীচীর সহ সভাপতি আজিজুল হাসান খোকা, বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম স্বপন, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি আব্দুল কুদ্দুস, রাজবাড়ী জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সমকাল প্রতিনিধি সৌমিত্র শীল চন্দন, কালের কণ্ঠ প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, মহিলা পরিষদ শুধু নারী অধিকার নয়, সকলের আধিকার নিয়েই কাজ করে। অন্যায়ের বিরুদ্ধে সব সময় সোচ্চার। সংগঠনটি ৫৮টি জেলায় ভালোভাবে কাজ করছে। কিন্তু আমরা আজও নারীদের অধিকার ্আদায় করতে পারিনি। কারণ পুরুষতান্ত্রিক সমাজে নারী হয়েও সে নারী হয়না। নারীদের মধ্যেও পুরুষতান্ত্রিক মানসিকতা থাকে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজবাড়ী মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক ফারহানা মিনি। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলার সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।