“এসো মিলিত হই পদ্মা-যমুনার মোহনায়” এ স্লোগানে গোয়ালন্দ উপজেলায় এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে যেসকল শিক্ষার্থী জিজিএ-৫ পেয়ে ভালো ফলাফল করেছে এবং উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে ভালো কলেজে ভর্তি হবে, তাদের নিয়ে উচ্চ শিক্ষার বিস্তার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে গোয়ালন্দ পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’র আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী জেলা পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক আলিম খান’র সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখ, দৌলতদিয়ার কৃতি সন্তান নৌ পুলিশ হেডকোয়ার্টার এর এসপি আহাদুজ্জামান, হাইকোর্র্টের বিশিষ্ট আইনজীবী অ্যড. মো. আসলাম মিয়া, দৌলতদিয়ার কৃতি সন্তান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম বুলবুল, জাতীয় জাদুঘর এর কর্মকর্তা জহিরুল হক লাবলু, গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শরিফুল ইসলাম’সহ বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তা, ব্যাংক কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ প্রমুখ।
অনুষ্ঠানে আলোচনা পর্ব শেষে উপস্থিত অতিথিবৃন্দ গোয়ালন্দ উপজেলায় ভালো ফলাফলকৃত ৫৫ জন শিক্ষার্থীকে সম্মাননা স্মারক তুলে দেন।