রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় উজানচর রিয়াজউদ্দিন পাড়া যুব সমাজ ও স্টুডেন্ট সার্কেল আয়োজিত ১৩ তম মিনিবার ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল খেলার ৮ দল চূড়ান্ত হয়েছে। গত শুক্রবার বিকেল ৫ টায় দক্ষিণ উজানচর রিয়াজ উদ্দিন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রথম রাউন্ডের শেষ খেলার মাধ্যমে কোয়ার্টার ফাইনাল খেলার ৮ দল চূড়ান্ত হয়। দলগুলো হলো সেভেন স্টার, বালিয়াডাঙ্গা ফুটবল একাদশ, বসন্তপুর সবুজ সংঘ, গোয়ালন্দ এডভেঞ্চার, দিরাজতুল্লা মৃধা পাড়া ফুটবল একাদশ, মরহুম ইউসুফ আলী মৃধা একাদশ, রিয়াজউদ্দিন পাড়া ফুটবল একাদশ ও এল এস একাদশ।
গত ১৮ জুলাই, শুক্রবার বিকেল ৫ টায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি ও রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট মো. আসলাম মিয়া।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব ও গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটির সভাপতি মো. জাহিদুল ইসলাম জানান, ১৬ দলের অংশগ্রহণে এবারের আয়োজন দিয়ে ১৩ তম আয়োজন চলছে। ২৬ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত চলবে কোয়ার্টার ফাইনাল খেলা। প্রথম কোয়ার্টার ফাইনাল খেলায় বিকেল ৫ টায় সেভেন স্টার ক্লাব বনাম বালিয়াডাঙ্গা ফুটবল একাদশ একে অপরের মোকাবেলা করবে। কোয়ার্টার ফাইনাল খেলা শেষের একদিন পরেই ৩১ জুলাই প্রথম সেমিফাইনাল এবং ১ আগস্ট দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।