রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে আল আমিন হত্যা মামলার দুইজন আসামী গ্রেফতার হয়েছে। গত শুক্রবার বিকেলে পাবনার আমিনপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
তারা হলো পাবনার আমিনপুর এলাকার আলাদ্চিদন শেখ আলোর ছেলে শাহ আলী ওরফে শাহ আলম ওরফে আলম শেখ (৩৮) ও আমিনপুর থানার সাগরকান্দি গ্রামের মোরশেদ সরদারের ছেলে রুবেল সরদার ওরফে দাদা রুবেল (৩৭)।
গোয়ালন্দ ঘাট থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে পাবনা জেলার আমিনপুর থানাধীন কোমরপুর এলাকা থেকে শাহ আলী ও রুবেল সরদারকে গ্রেফতার করা হয়। তাদের আদালতে প্রেরন করা হয়েছে।