রাজবাড়ীর পাংশায় বালতির পানিতে পড়ে রোজা নামের ২ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এই ঘটনা ঘটে। সে উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরঝিকড়ী পশ্চিমপাড়া গ্রামের রেজাউল ইসলামের কন্যা।
জানা যায়, রোজা বাড়ির মধ্যেই খেলাধুলা করছিলো। বাড়িতে অনেক মানুষও ছিল, হঠাৎ রোজাকে পাওয়া না গেলে তাকে খুজতে শুরু করে পরিবারের লোকজন। পরে বাড়িতে থাকা একটি বালতির পানির মধ্যে রোজাকে পাওয়া যায়। সেখান থেকে উদ্ধার করে রোজাকে মোটরসাইকেলযোগে দ্রুত পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন