রাজবাড়ীর কালুখালীতে চাঞ্চল্যকর গণপিটুনিতে নাজমুল নিহত হওয়ার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে কালুখালী থানার পুলিশ। তার নাম সালাম দড়ি। সে কালুখালীর হরিনবাড়ীয়া গ্রামের আমজাদ দড়ির পুত্র। সোমবার সন্ধায় কালুখালী উপজেলার রতনদিয়া বাজার এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
কালুখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহেদুর রহমান জানান, গ্রেফতারকৃত সালাম দড়ি কালুখালী চরাঞ্চলে নাজমুল হত্যার সাথে জড়িত থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার দিন রাতে নিহতের স্ত্রী আন্না বেগম বাদী হয়ে অজ্ঞাত একশ জনকে আসামী করে কালুখালী থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ ঘটনার সময়কার ভিডিও ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা শুনে আসামীদের শনাক্তকরনের কাজ শুরু করে। পুলিশের তদন্তকালে ঘটনায় জড়িত সালাম দড়ি কালুখালী বাজারের অবস্থান করছিলো। এসময় পুলিশ তার অবস্থান ট্রাক করে। পরে ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।