রাজবাড়ীর কালুখালীতে গণপিটুনিতে সন্দেহভাজন চোর নিহত হয়েছে। নিহতের নাম নাজমুল মোল্লা (৩৫)। সে ফরিদপুর জেলার মধুখালি থানার পূর্বগাড়াখোলা গ্রামের মৃত আহম্মদ মোল্লার পুত্র। শনিবার ভোরে কালুখালীর রতনদিয়া ইউনিয়নের মাধবপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের স্ত্রী আন্না বেগম জানান, ২ দিন আগে তাার স্বামী কালুখালীর মাধবপুর গ্রামে বেড়াতে যায়। শুক্রবার রাতে সহ ১০/১২ জন দুর্বত্ত তার স্বামীকে পিটিয়ে গুরুতর আহত করে। শনিবার সকালে তারা আমার স্বামীকে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ফেলে পালিয়ে যায়। নার্সরা তাকে হাসপাতালে ভর্তি করলে সে মারা যায়। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবী করেন।
কালুখালী থানার ওসি মোহাম্মদ জাহেদুর রহমান জানান, পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করে পালানোর সময় নাজমুল গণপিটুনিতে মারা যায়। তারা তিনজন ছিল। দুজন পালিয়ে গেলেও ধরা পড়ে নাজমুল। এব্যাপারে কালুখালী থানায় মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে।