বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকার সাভার বাসস্ট্যান্ড এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত কালুখালী উপজেলার পূর্ব রতনদিয়ার বাসিন্দা কোরবান শেখ। রবিবার নিহত কোরবানের মা আজিরন নেছা ও মেয়ে মিতা আক্তারের সাথে দেখা করে সমবেদনা জানান জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। এসময় আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, কোরবান শেখের স্মৃতি ধরে রাখার জন্য উপজেলার গুরুত্বপূর্ন স্থানে স্মৃতিস্তম্ভ গড়ে তোলা হবে। শহীদ কোরবানের সম্মান সুরক্ষা করা হবে। আমি আপনাদের পাশে আছি। যে কোন বিপদে আমাকে স্মরন করবেন।
অন্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যড. আব্দুর রাজ্জাক খাঁন, জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক সোনিয়া আক্তার স্মৃতি, খাঁন মোহাম্মদ আইনুল হাবিব, রতনদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কাসেম মন্ডল, নঈমুল খাঁ, জিয়াউর রহমান জিরু, শাজাহান মোল্লা, আলমগীর হোসেন, শাহাদাত হোসেন সাইফুল, বাদশা খাঁন প্রমুখ।