রাজবাড়ী সদর উপজেলার কোলারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পুরবী ইসলামের রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার দাবিতে বুধবার রাজবাড়ীতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে স্থানীয় রেলগেট শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্ত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে সদর উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা অংশগ্রহণ করেন।
মানববন্ধন চলাকালে এক সমাবেশে বক্তৃতা করেন কল্যাণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঞ্জুয়ারা বেগম, স্বাবলম্বি ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল ইসলাম, শিক্ষক নেতা হাবিবুর রহমান, নিহত পুরবী ইসলামের বোন রীমা আক্তার, বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক ক্রিস্টিয়া মারিও রেখা দাস প্রমুখ। সমাবেশে বক্তারা পূরবী ইসলামের মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানান। একই সাথে ইন্দ্রনারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলেয়া আক্তারের উপর হামলার ঘটনায় দোষী ব্যক্তির শাস্তি দাবি জানানো হয়। মানববন্ধন শেষে একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়।
গত ৮ এপ্রিল তারিখে স্কুল শিক্ষিকা পুরবী ইসলামের রহস্যজনক মৃত্যু হয়। পুলিশ তার বাড়ি থেকে লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের স্বামী কোলা সদরউদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরহাদ হোসেনকে পুলিশ গ্রেপ্তার করেছে।