গোয়ালন্দের নুরু পাগলের আস্তানা উচ্ছেদের দাবীতে রাজবাড়ীর কালুখালী উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে কালুখালীর তৌওহীদি জনতা এ সভার আয়োজন করে। দুপুর ২ টায় কালুখালী স্টেশন বাজার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি কালুখালীর রতনদিয়া বাজার প্রদক্ষিণ করে। পরে রতনদিয়া রজনীকান্ত মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় রতনদিয়া বাজার মসজিদের ঈমাম হাফেজ আব্দুল মালেক, খাগজানা জামে মসজিদের ঈমাম হাফেজ শফিকুল ইসলাম, তোফাদিয়া জামের মসজিদের খতিব হাফেজ ফিরোজ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।