রাজবাড়ী গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করেছে। গত বুধবার সন্ধ্যায় রাজবাড়ী জেলা শহরের বিনোরদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যাক্তির নাম মো. আজিম মোল্লা (৪২)। তিনি জেলার সদর উপজেলার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নতুনপাড়ার মৃত আকবর আলী মোল্লার ছেলে।
গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুল ইসলাম বলেন, রাজবাড়ী সদর থানার বিনোদপুর নিউ কলোনী এলাকায় অভিযান পরিচালনা করে রাজবাড়ী সদর থানার একটি মামলার আসামি মো. আজিম মোল্লাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।