রাজবাড়ীতে বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদ রাজবাড়ী জেলা শাখা’র নবগঠিত জেলা কমিটির অনুমোদন কল্পে যাত্রা শিল্প সংগঠক, অভিনয় শিল্পী, কলা কুশলী, মিউজিশিয়ান ও আয়োজকদের সমন্বয়ে সংগঠনটির জেলা সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ‘যাত্রাশিল্প বাঙালি সংস্কৃতির আদি শেকড়, যাত্রার জন্য চাই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা’ প্রতিপাদ্যে রাজবাড়ী জেলা শহরের জেলা শিল্পকলা একাডেমিতে রাজবাড়ী জেলা যাত্রাশিল্প উন্নয়ন পরিষদের উদ্যোগে এ আয়োজন হয়।
বিশিষ্ট অভিনয়শিল্পী ও জেলা যাত্রাশিল্প উন্নয়ন পরিষদের সভাপতি মনিরুল ইসলাম মনিরের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি কবি, ভিপি বেলায়েত হোসেন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন রাজবাড়ী জেলা জাসাসের সদস্য সচিব কাজী মিজানুর রহমান পলাশ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও রাজবাড়ী জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নাসির উদ্দিন, সাংবাদিক ও যাত্রা গবেষক বাংলাদেশ যাত্রা উন্নয়ন পরিষদের সহ-সভাপতি এম এ মজিদ, যাত্রাশিল্পী ও সাংগঠনিক সম্পাদক আবুল হাশেম বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক লক্ষী বণিক প্রমুখ। সম্মেলন সঞ্চালনা করেন অভিনয়শিল্পী ও সংগঠক জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক মাছুম আলি বিশ্বাস ও জেলা যাত্রাশিল্প উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক রেজাউর রহমান। আরও বক্তব্য রাখেন নাট্য ব্যক্তিত্ব বাচ্চু রহমান, আ. রাজ্জাক মন্ডল, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মুকুল, অজয় দাস তালুকদার, জাজিউর রহমান রাসেল প্রমুখ।
এসময় বক্তারা বলেন, যাত্রাশিল্প বাংলাদেশের একটি প্রাচীন এবং ঐতিহ্যবাহী শিল্প। তবে বর্তমানে যে ধরনের যাত্রা মঞ্চায়ন করা হয়, তা পরিবারের সাথে উপভোগ করার মত হয় না। আমাদের সকলকে যাত্রাশিল্পের মান উন্নয়নের জন্য কাজ করতে হবে। পাশাপাশি বাংলাদেশ সরকার যাতে করে যাত্রা শিল্পীসহ সকল সাংস্কৃতিক সংগঠন ও ব্যাক্তিদের প্রতি সুদৃষ্টি দেন সে বিষযয় কাজ করে যেতে হবে। সঞ্চালনায় ছিলেন মাছেম আলী বিশ্বাস।