রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে তা পুড়িয়ে ধ্বংস করেছে প্রশাসন ও নৌ পুলিশ। বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে সাড়ে ৫ টা পর্যন্ত দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির একটি টিম এ অভিযান পরিচালনা করেন। পরে রাতে তা পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের পদ্মা নদীর বেতকা ও রাখালগাছি এলাকা থেকে ৫০টি যার দৈর্ঘ্য ২৫০০’শ মিটার চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। পরে এসব জাল দৌলতদিয়া ১ নম্বর ফেরিঘাটে এনে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। জাল পোড়ানোর সময় উপজেলা নির্বাহী অফিসার ইউওনও মো. নাহিদুর রহমান উপস্থিত ছিলেন। নদীতে অভিযান পরিচালনা করেন দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা। এসময় এসআই মেহেদী হাসান অপূর্ব সহ পুলিশ ফাঁড়ির অন্যান্য সহদস্যরা উপস্থিত ছিলেন।
নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা বলেন, দেশীয় প্রজননের মাছ রক্ষার্থে আমরা পদ্মা নদীর বেতকা থেকে অভিযান চালিয়ে চায়না দুয়ারী জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করেছি। আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। জেলেদের উচিত নিষিদ্ধ জাল যেন না ব্যবহার করে। আমরা নিয়মিত অভিযান চলমান রাখবো।
ইউএনও নাহিদুর রহমান বলেন, পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানকৃত জব্দ করা অবৈধ জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এই জাল ব্যবহার করা নিষেধ। এই জাল থেকে ছোট জাতের মাছও বাঁচতে পারে না। দেশীয় মাছ রক্ষায় আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। নদীতে যেসব জাল নিষিদ্ধ আছে কোন জেলেরা যেন সেসব জাল ব্যবহার না করে সে বিষয়ে সতর্ক করা হয়েছে।