রাজবাড়ী জেলা প্রশাসনের চার কর্মকর্তার বিদায় সংবর্ধনা গত বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
বিদায় চার কর্মকর্তা হলেন সহকারী কমিশনার নাজনীন সুলতানা, মোল্লা ইফতেখার আহমেদ, নাহিদ আহমেদ ও পলাশ উদ্দিন।
বাংলাদেশ এডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন, রাজবাড়ী শাখার উদ্যোগে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার।
অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তাদের অবদান তুলে ধরা হয় এবং তাদের ভবিষ্যৎ কর্মজীবনের কল্যাণ কামনা করা হয়।