রাজবাড়ী জেলার কালুখালী উপজেলায় ৩ দিনব্যাপী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে কজেলার কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের বড় কলকলিয়া ব্রীজ সংলগ্ন এলাকায় ৩ দিন ব্যাপী এ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অন্ষ্ঠুান অনুষ্ঠিত হয়।
এর আগে গত ৩ দিন ব্যাপী চলা এ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন স্থান থেকে আসা সাতটি নৌকা জারি-সারি গানের তালে প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতার শেষ দিনে বুধবার বিকেলে নৌকা বাইচ দেখতে বিলের দুই পাড়ে ভিড় করে জেলার বিভিন্ন স্থান থেকে আসা শত শত মানুষ।
কয়েকজন শিক্ষার্থী বলেন, নৌকা বাইচের কথা অনেক শুনেছি। তবে আজ নিজের চোখে দেখলাম। অনেক ভাল লেগেছে। গানের তালে তালে পানি ছিটিয়ে নৌকা চালিয়েছেন মাঝিরা।
নুরুজ্জামান মিয়া বলেন, বাইচের কথা শুনলে দেখতে যাই। আগে অনেক হলেও এখন এধরনের প্রতিযোগিতা তেমন দেখা যায় না। আজকের প্রতিযোগিতার আয়োজন্টা দারুণ হয়েছে। সচরাচর না হওয়ায় খবর পেয়ে অজস্র মানুষ এসেছে বাইচ দেখতে।দ্বীন মোহাম্মদ নামের আরেক দর্শক বলেন, ছেলে-মেয়েকে নিয়ে বাইচ দেখতে এসেছি। ওরা খুব উপভোগ করেছে এবং আনন্দ পেয়েছে। বর্তমান প্রজন্ম মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে সরে আসবে বলে মনে করি।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে আনুষ্ঠানিকভাবে পুরষ্কার বিতরণ করা হয়। এসময় বক্তব্য দেন স্থানীয় শাহজাহান মন্ডল, মিজানুর রহমান, জসিম মোল্লা, আনিছুর রহমান কাঞ্চন, হিমেল রহমান, সবুজ মল্লিক, রাশেদ বিশ্বাস ও সাবু মন্ডল প্রমুখ।
প্রতিযোগিতায় প্রথম পুরস্কার বিজয়ী নৌকা একটি ফ্রিজ, দ্বিতীয় পুরস্কার টেলিভিশনসহ আরও বেশ কয়েকটি আকর্ষণীয় পুরস্কার দেওয়া হয়।