বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কালুখালীতে সংগঠনের দুই পক্ষ পৃথক কর্মসূচি পালন করেছে।
গত বুধবার রাজবাড়ীর কালুখালী উপজেলায় বিএনপি আয়োজিত পথসভায় জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশীদ বলেন, সারাদেশে হাসিনার দোসররা চক্রান্ত করছে। তারা নির্বাচন বানচালের চেষ্টা করছে। দেশকে অস্থীর করা চেষ্টা করছে। সবাইকে এ ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে হবে। পথসভার সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মো. লুৎফর রহমান খান। পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. লিয়াকত আলী বাবু। অন্যদের মাঝে বক্তৃতা করেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আ. সালাম মিয়া, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক অ্যাড. রকিবুল হাসান রুমা, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তোতা, শাহজালাল, রতনদিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল মতিন মিঞা, উপজেলা ছাত্রদলের সভাপতি জামাল খান, সাধারণ সম্পাদক আহাদুজ্জামান সূর্য প্রমুখ বক্তব্য রাখেন। এর আগে আনন্দ শোভাযাত্রা বের হয়ে কালুখালীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
অপরদিকে আরেক অনুষ্ঠানে পাংশা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মাহমুদুল হক রোজেন বলেন, ঐক্যবদ্ধ হয়ে দলকে শক্তিশালী করুন। ভালকাজে সব সময় আপনাদের পাশে আছি। কোন কারনে দলীয় নেতৃত্বে সংকট সৃষ্টি হলে শক্ত হাতে তা ধরা হবে। এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জিয়াউর রহমান জিরু। অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শাহজাহান আলী, আলাউদ্দিন মোল্লা, আক্কাস আলী, বোয়ালিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আ. রহমান, মাজবাড়ী ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি সাইদুর রহমান শাহিন, ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক আহ্বায়ক আজমীর হোসেন খান, কালুখালী উপজেলা যুবদলের সভাপতি জিল্লুর রহমান, সাধারন সম্পাদক ডা. জাকির হোসেন, মহিলা দলের নেত্রী মেরিনা প্রিন্স, আকলিমা বেগম প্রমুখ বক্তব্য রাখেন।