‘করলে জাটকা সংরক্ষণ, বাড়বে ইলিশ উৎপাদন’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে জাটকা সংরক্ষণ সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শনিবার বেলা ১১টায় দৌলতদিয়া ১নং ফেরি ঘাটে ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত টাস্কফোর্স কমিটি গোয়ালন্দের আয়োজনে জাটকা সংরক্ষণ সপ্তাহের আলোচনা সভা, বেলুন উড়ানো ও নৌর্যালির মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান।
কর্মসূচি উপলক্ষে আলোচনা সভা ও বেলুন উড়ানো শেষে পদ্মায় বর্ণাঢ্য নৌ র্যালি বের করা হয়। এতে অংশ নেয়া নৌযান গুলোতে “করলে জাটকা সংরক্ষণ, বাড়বে ইলিশ উৎপাদন” স্লোগানসহ নানা সচেতনতামূলক বাণী, নানান রংয়ের ফেস্টুনে স্থান পায়। এসময় জেলা প্রশাসক, জেলা অতিরিক্ত পুলিশ সুপার, জেলা মৎস্য অফিসার, নৌ-পুলিশ , উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধসহ জেলে সম্প্রাদায়সহ সর্বস্তরের প্রতিনিধিরা অংশ নেয়।
১ এপ্রিল থেকে আগামী ৭ এপ্রিল পর্যন্ত চলবে এ জাটকা সংরক্ষণ সপ্তাহ। এর আগে দৌলতদিয়া ১নং ফেরি ঘাটে জাটকা সপ্তাহের উদ্বোধনী আয়োজনটি হয় জাঁকজমকপূর্ণ। এ সময় গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জাকির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, জেলা মৎস্য কর্মকর্তা মো. মশিউর রহমান, জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. সালাহ উদ্দিন, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার, উপজেলা মৎস্য কর্মকর্তা (অঃ দাঃ) মো. শাহরিয়ার জামান সাবু, দৌলতদিয়া নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ জেএম সিরাজুল কবির, দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, দেবগ্রাম ইউপি চেয়ারম্যান মো.হাফিজুল ইসলাম, উজানচর ইউপি চেয়ারম্যান মো. গোলজার হোসেন মৃধা প্রমুখ।