জাতীয়তাবাদী তরুণ দলের রাজবাড়ী জেলা কমিটি ও জিয়া মঞ্চের পৌর কমিটি ঘোষণা করা হয়েছে।
গত ২৬ আগস্ট জাতীয়তাবাদী তরুণ দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাধারণ সম্পাদক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে জাতীয়তাবাদী তরুণ দলের রাজবাড়ী জেলা কমিটির ৪১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হলো। কমিটির সভাপতি হয়েছেন রিফাত বিন আসাদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন তুরান আহসান টুটুল।
অপরদিকে আব্দুর রাকিবকে সভাপতি এবং মোজাহার উদ্দিন বাবলাকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট জিয়া মঞ্চের রাজবাড়ী পৌর কমিটি ঘোষণা করা হয়েছে। জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক খন্দকার মহাফুৃজুর রহমান এবং সদস্য সচিব আনিছুর রহমান মাসুদ কমিটির অনুমোদন দেন।
এসময় উপস্থিত ছিলেন জলা জিয়া মঞ্চের আহ্বায়ক খন্দকার মহাফুৃজুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ মোহাম্মদ ফারুক, যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, শেখ রাজু আহমেদ, সদস্য আবু দাইয়ান জাহাঙ্গীর প্রমুখ।