রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বড়হিজলী জুলফিকর ছিদ্দিকিয়া ওয়াজেদিয়া আলীম মাদরাসার অবৈধ কমিটি গঠনের বিরুদ্ধে সোমবার সকালে মাদ্রাসার সামনে এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন।
এলাকাবাসী, ছাত্র ছাত্রী ও অভিভাবকগণ মিছিল সহকারে এসে মানববন্ধনে অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন নবগঠিত কমিটির সদস্য মো. শাহজান আলী মোল্লা, মো. জিন্দার আলি মোল্লা, বালিয়াকান্দি সরকারি কলেজের প্রভাষক মো. রেজাউল ইসলাম, মো. আহমদ আলি মোল্লা, সুবহান মোল্লা, মাজেদ আলী মোল্লা, বালিয়াকান্দি উপজেলা ছাত্রদল নেতা শাহজান মোল্লা, নবাবপুর ইউনিয়ন বিএনপি নেতা হাবিবুর রহমান মোল্লা, নবাবপুর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মো. হেলাল উদ্দিন, নবাবপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রিংকু মোল্লা প্রমুখ।
বক্তারা বলেন, সুপরিকল্পিত ভাবে নিজেরমত করে এবং মাদরাসার ছাত্র ছাত্রী ও অভিভাবকদের না জানিয়ে গোপনে গত ২০ আগষ্ট ১২ সদস্য বিশিষ্ট একটি পকেট কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটির সদস্য মো. শাহজাহান আলী মোল্লা বলেন, কমিটি গঠনের বিষয়ে আমি কিছুই জানি না। একদিন মাদরাসার এক শিক্ষক মিথ্যা কথা বলে আমার স্বাক্ষর নিয়ে আসেন এবং পরে জানতে পারলাম আমাকে সদস্য করা হয়েছে। তার পর মাদরাসা কর্তৃপক্ষ আমার সাথে আর যোগাযোগ করেননি।
এবিষয়ে মাদরাসার সুপার বলেন, সকল নিয়ম মেনেই কমিটি গঠন করা হয়েছে।