পবিত্র রমজান মাস উপলক্ষে ৫২টি দুস্থ মুসলিম পরিবার পেয়েছে এক মাসের খাদ্য সামগ্রী। সামাজিক সংগঠন টীম রাজবাড়ী ফাউন্ডেশনের উদ্যোগে মঙ্গলবার বিকেলে রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজ চত্ত্বর থেকে এসব খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।
বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ২৫ কেজির এক বস্তা চাল, ৫ কেজি আলু, পাঁচ কেজি পেয়াজ, তিন লিটার সয়াবিন তেল, এক কেজি মশুর ডাল, এক কেজি ছোলা, এক কেজি মুড়ি, এক কেজি খেজুর, এক কেজি চিনি, এক কেজি চিড়া, এক কেজি বেসন ও এক কেজি লবণ।
খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ দিলীপ কর, উপাধ্যক্ষ ইকরামুল করিম, সংগঠনের উপদেষ্টা আজিজা খানম, কমল কান্তি সরকার, সভাপতি জয়ন্ত কুমার দাস, সহ সভাপতি মুহাম্মদ সাইফুল্লাহ, সাধারণ সম্পাদক আহসান হাবীব প্রমুখ।
টীম রাজবাড়ী ফাউন্ডেশনের সভাপতি জয়ন্ত কুমার দাস বলেন, প্রতিষ্ঠার পর থেকেই টীম রাজবাড়ী ফাউন্ডেশন মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছে। রমজান মাস আসন্ন। এই সময়ে অনেক দুস্থ পরিবার রয়েছে যারা সারাদিন রোজা থেকে ঠিকমতো ইফতার করতে পারেনা। তারা যাতে ধর্মীয় আচার পালন করতে পারে একারণে রাজবাড়ী শহর ও তার আশেপাশের ৫২টি পরিবারকে এক মাসের খাদ্য সামগ্রী দেওয়দা হয়েছে। আগামীতে এর ব্যপ্তি আরও বাড়ানো হবে।