রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে মাটিবাহী মিনি ট্রাক্টর চাপায় চয়ন মন্ডল (২২) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছ। দুর্ঘটনায় আহত হয়েছে চয়নের মামাতো ভাই সৌমেন বিশ্বাস (১৭)। মঙ্গলবার উপজেলার জঙ্গল ইউনিয়নের ধর্মতলা স্কুল সংলগ্ন মোড়ে আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত চয়ন রাজবাড়ী সদর উপজেলার বানীবহ ইউনিয়নের বানীবহ গ্রামের কৃষ্ণপদ মন্ডলের ছেলে। সে রাজবাড়ী ডা. আবুল হোসেন কলেজে অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। আহত সৌমেন বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের নতুন ঘুরঘুরিয়া গ্রামের গ্যানেন্দ্রনাথ বিশ্বাসের ছেলে। তাকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে সে তার মামাতো ভাই সৌমেনের মোটরসাইকেল নিয়ে স্থানীয় ঢোলজানি বাজারে যাচ্ছিল। মোটরসাইকেলটি সে চালাচ্ছিল এবং সৌমেন পেছনে বসে ছিল। গ্রামীণ সড়ক দিয়ে তারা ধর্মতলা স্কুলের কাছে গেলে বিপরীত দিক থেকে আসা শ্যালো মেশিন দিয়ে তৈরি মাটিবাহী একটি মিনি ট্রাক্টর মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চয়ন মারা যায় এবং সৌমেন গুরুতর আহত হয়। আহত অবস্থায় সৌমেনকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ব্যাপারে বালিয়াকান্দি থানার এসআই তুহিন জানান, ঘাতক ট্রাক্টরটি জব্দ করা হলেও এর চালক পালিয়ে গেছে।