রাজবাড়ীর গোয়ালন্দে “মুক্তিযোদ্ধা সন্তান সংসদ”র কমিটি গঠন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। দুইমাস আগে গঠিত ৬৯ সদস্য বিশিষ্ট কমিটিতে সভাপতি পদে মো. ইসলাম মোল্লা, সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ মাহফুজুর রহমান মিলন ও সাংগঠনিক সম্পাদক পদে মো. জাহিদ মিয়া নির্বাচিত হন। পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো মোস্তফা মুন্সী, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক মো. জাকির হোসেন, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুস সামাদ মোল্লা ও আমিনুল ইসলাম সফি, রাজবাড়ী জেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি বজলুর রশিদ, বর্তমান সভাপতি মো. মাকসুদুর রহমান শাওন, সাধারণ সম্পাদক মো. আইয়ূব খান প্রমূখ।