বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি গোয়ালন্দ উপজেলা শাখার নবগঠিত ৫১ সদস্যবিশিষ্ট কমিটির নেতৃবৃন্দের শপথগ্রহন অনুষ্ঠিত হয়েছে। শপথবাক্য পাঠ করান রাজবাড়ী জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মুহাম্মদ হাবিবুর রহমান মোল্লা। রবিবার বিকালে প্রাথমিক শিক্ষক সমিতি গোয়ালন্দ উপজেলা শাখার আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ শপথবাক্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলা শিক্ষা অফিসার মো. কবির হোসেন, সহকারি উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আজিজুল ইসলাম, রাজবাড়ী জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. নাজমুল ইমাম প্রমূখ। সভায় সভাপতিত্ব করেন গোয়ালন্দ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নব নির্বাচিত সভাপতি মুহাম্মদ বাবর আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক নাসরিন আক্তার ইতি।