রাজবাড়ীতে নতুন করে ঘর পাচ্ছে ২৭৭টি গৃহহীন পরিবার। সোমবার সকালে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। প্রেস ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান।
জেলা প্রশাসক জানান, প্রধানমন্ত্রী কর্তৃক মুজিববর্ষ উপলক্ষ্যে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের আওতায় আগামী ২২ মার্চ রাজবাড়ীর সদর, পাংশা, বালিয়াকান্দি ও গোয়ালন্দ উপজেলার ২৭৭ টি গৃহহীন পরিবারের মাঝে ২৭৭ টি ঘর হস্তান্তর করা হবে। প্রধানমন্ত্রী ভার্চুয়ালি এর উদ্বোধন করবেন। রাজবাড়ী জেলায় ইতোমধ্যে ২ হাজার ১২২ টি গৃহহীন পরিবারের মাঝে ঘর হস্তান্তর করা হয়েছে।
এসময় রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সূবর্ণা রানী সাহা, রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জয়ন্তী রূপা রায় প্রমুখ উপস্থিত ছিলেন।
শুভ উদ্বোধন অনুষ্ঠান বিষয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়। সে সাথে সংশ্লিষ্ট সকল কার্যক্রম সুষ্ঠু ও নিরবচ্ছিন্নভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করা হয়। জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীবৃন্দ এতে উপস্থিত ছিলেন।