রাজবাড়ী জেলার দৌলতদিয়া “আলো প্রোগ্রাম” এর আয়োজনে বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার নারী-পুরুষের সাথে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। মুক্তি মহিলা সমিতি (এমএমএস) এবং কানাডার সহযোগিতায় দৌলতদিয়া “আলো প্রোগ্রাম” এর আওতায় মঙ্গলবার দুপুরে জেলার দৌলতদিয়া মুক্তি মহিলা সমিতি (এমএমএস) এর কনফারেন্স রুমে দৌলতদিয়া যৌনপল্লী এবং আশ-পাশের নারী ও পুরুষদের নিয়ে বাল্য বিবাহের কুফল-সুফল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগমের সভাপতিত্বে এই মতবিনিময় সভায় উপস্থাপন করেন “আলো প্রোগ্রাম” এর কো-অর্ডিনেটর আঁখি আক্তার।এই মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য রোকেয়া আক্তার, মুক্তি মহিলা সমিতির কো-অর্ডিনেটর আতাউর রহমান মঞ্জু, নুরুজ্জামান মিয়া, গোয়ালন্দ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শামীম, দৌলতদিয়া বিবাহ রেজিষ্টার্ড কাজী জব্বার মুন্সি, স্থানীয় মসজিদের ঈমাম শহিদুল ইসলাম, উর্মী আক্তার ও রুমা প্রমুখ। মতবিনিময় সভায় উপস্থিত সকলে মুক্ত আলোচনা করেন। মুক্ত আলোচনা সভায় মুক্তি মহিলা সমিতি (এমএমএস) এর নির্বাহী পরিচালক মর্জিনা বেগম জানান, কঠিন বাস্তবতার মুখোমুখি হয়ে বাল্য বিবাহ হচ্ছে। সুতরাং আমাদের সকলের দায়িত্ব নিয়ে বাল্য বিবাহ বন্ধ করতে হবে। প্রতিটি অভিভাবকের বাল্য বিবাহের কুফল জানতে হবে।