শেখ রাসেল বাংলাদেশের প্রতিটি শিশু-কিশোর, তরুণ, শুভবুদ্ধিবোধ সম্পন্ন মানুষের কাছে একটি আদর্শ ও ভালোবাসার নাম। অদম্য বাংলাদেশ গড়ার অগ্রযাত্রায় প্রতিটি শিশুই অনুপ্রেরণা পাক শেখ রাসেলের জীবন থেকে। নতুন প্রজন্ম গড়ে উঠুক মুক্তির পরশ ছুঁয়ে।
রাজবাড়ী জেলা পুলিশের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা কনিষ্ঠ সন্তান শহীদ শেখ রাসেল এঁর ৫৯তম জন্মদিন ও শেখ রাসেল দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার সকাল ৮টায় রাজবাড়ী জেলা পুলিশের পক্ষ থেকে শেখ রাসেল এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় এম এম শাকিলুজ্জামান পুলিশ সুপার, রাজবাড়ীসহ পুলিশের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পুষ্পস্তবক অর্পণ শেষে রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা-কর্মচারী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে। এসময় রাজবাড়ী জেলা পুলিশের সকল পদমর্যাদার পুলিশ অফিসারগণ উপস্থিত ছিলেন।
পরবর্তীতে রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজেনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৫৯ তম জন্মদিন ও শেখ রাসেল দিবস-২০২২ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরন, জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং তার পরিবারের সকল শহিদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।