রাজবাড়ীর গোয়ালন্দে বাংলাদেশ সরকার কর্তৃক পারফরমেন্স বেজড গ্রান্ডটস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয় প্রকল্পের আওতায় গোয়ালন্দ উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক, দাখিল ও ভোকেশনাল পর্যায়ে ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৫ জন সর্বোচ্চ নাম্বারধারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। গত সোমবার সকাল ১০টায় গোয়ালন্দ উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের সন্মেলন কক্ষে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
গোয়ালন্দ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এবং জেলা শিক্ষা অফিসের আয়োজনে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক উচ্চ শিক্ষা ঢাকা অঞ্চলের পরিচালক প্রফেসর ফকীর মোহাম্মদ নুরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা শিক্ষা অফিসার মো. হাবিবুর রহমান, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সামছুননাহার ছিদ্দিকা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত কুমার দাস।
অনুষ্ঠানে কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ের ৩৫ জন শিক্ষার্থীর মাঝে নগদ ৬ লক্ষ ৩৫ হাজার টাকাসহ সনদপত্র ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ হতে ১১ জন, রাবেয়া ইদ্রিস মহিলা কলেজ হতে ১ জন, ওয়াজেদ চৌধুরী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ হতে ১ জন, এফকে টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ হতে ২ জন, গোয়ালন্দ নাজির উদ্দিন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় হতে ৫ জন, গোয়ালন্দ শহীদ স্মৃতি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় হতে ১ জন, চৌধুরী আব্দুল হামিদ একাডেমী হতে ২ জন, গোয়ালন্দ প্রপার হাই স্কুল হতে ১ জন, দৌলতদিয়া মডেল হাই স্কুল হতে ২ জন, গোয়ালন্দ আইডিয়াল হাই স্কুল হতে ১ জন, গোয়ালন্দ দাখিল মাদ্রাসা হতে ২ জন, গোয়ালন্দ ইদ্রিসিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা হতে ১ জন, মঙ্গলপুর মহিলা দাখিল মাদ্রাসা হতে ১ জন, উজানচর ইসলামিয়া মাদ্রাসা হতে ৪ জন শিক্ষার্থী পুরস্কার পান।