পদ্মা সেতু চালুর কারণে ঈদের ছুটিতেও দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে নেই কোন যানবাহনের যানজট। নেই দীর্ঘ দিনের যাত্রী ও চালকদের দুর্ভোগ। ২১ জেলার বেশির ভাগ জেলার যানবাহন পদ্মা সেতু হয়ে ঢাকা সহ বিভিন্ন জেলাতে যাওয়ার কারনে দৌলতদিয়ায় দুর্ভোগ কমেছে। বর্তমানে ৯টি জেলার যানবাহন ও যাত্রীরা দৌলতদিয়া পাটুরিয়া নৌরুট হয়ে ঢাকা ও অন্যান্য জেলাতে যাওয়ার কারনে ঈদের আগে ও পরে কোন দুর্ভোগ পোহাতে হয়নি।
বৃহস্পতিবার সকাল থেকে ফেরি ও লঞ্চে যাত্রী ও যানবাহনের চাপ দেখা গেছে। তবে যেসব যাত্রীরা লোকাল ও ছোট ছোট যানবাহনে ভেঙ্গে ভেঙ্গে গন্তব্যে পৌছাতে চেষ্টা করছেন তাদের অতিরিক্ত ভাড়া দিয়ে আসতে হচ্ছে বলে জানান তারা।এ নৌরুটে যাত্রী ও যানবাহন অর্ধেকে নেমে আসলেও ফেরির সংখ্যা বেশি থাকায় ভোগান্তি আরো কমেছে।তবে যানবাহন পারাপারের ফেরি ভাড়া শতকরা ২০ শতাংশ বাড়ানো হয়েছে।১০ টাকা বাড়ানো হয়েছে যাত্রী ভাড়াও।২৫ টাকার ভাড়া এখন ৩৫ টাকা নেওয়া হচ্ছে।
বিআইডব্লিউটিসি’র ডিজিএম খালেদ নেওয়াজ জানান,আজ দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ১৮টি ফেরি চলাচল করছে।যানবাহন ও যাত্রী চাপ কমলে ফেরির সংখ্যা কমানো হয়।তবে বর্তমানে ঈদের ছুটি শেষে যানবাহন ও যাত্রীদের চাপ থাকায় ফেরির সংখ্যা বাড়িয়ে চালানো হচ্ছে।