রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় যৌনকর্মীদের জন্য মাদক বিরোধী সচেতনতামূলক প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।
২০মে দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালের আয়োজনে প্রতিষ্ঠানের নিজস্ব কার্যালয়ে এ প্রচারণামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের ম্যানেজার মো. জুলফিকার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম।
প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন সাভার গণস্বাস্থ্য কেন্দ্রের সহকারি পরিচালক ডা: মাহজাবিন চৌধুরী।
দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের মাঠ সংগঠক মো. সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. প্রান্ত দাস, ডা. আতিকুর রহমান, দৈনিক জণকণ্ঠ পত্রিকার গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি শফিকুল ইসলাম শামীম, দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের কাউন্সিলর রূপা রানী কুন্ডু, মাঠ সংগঠক নাজরাতি নাফিয়া, মেডিকেল টেকনোলজিস্ট শাকিল সরদার, প্যারামেডিক মো. সাব্বির, মোছা. খাদিজা খাতুন, মৌসুমী আক্তার প্রমুখসহ অন্যান্য কর্মকর্তা ও দৌলতদিয়া পূর্বপাড়ার বাসিন্দারা।