স্কুল ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে এসটিডি, এইচআইভি/এইডস বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ জুলাই মঙ্গলবার সকাল ১০ টায় দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের আয়োজনে মেরি ডি প্যারিস এর আর্থিক সহযোগিতায় গোয়ালন্দ সান-সাইন কলেজিয়েট স্কুলে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সান-সাইন কলেজিয়েট স্কুলের চেয়ারম্যান আবু জাফর। সভায় দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের ফিল্ড অ্যানিমেটর মো. সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় যৌনরোগ ও এসটিডি, এইচআইভি/এইডস বিষয়ে সচেতনতামূলক বক্তব্যে রাখেন দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের আবাসিক মেডিকেল অফিসার ডা. সৌরভ কুমার বিশ্বাস। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল টেকনোলজিস্ট ঈমান হোসেন, ফিল্ড অ্যানিমেটর মো. শরিফ হোসাইন, প্যারামেডিক মো. শিহাব উদ্দিন, হারুন-অর-রশীদ, সান-সাইন কলেজিয়েট স্কুলের সহকারি শিক্ষক মো. জাকির হোসাইন, উত্তম কুমার বিশ্বাস, মাহমুদুল হাসান রাকিব, মো. ইলিয়াস হোসেন, মনসুর হাসান তুহিন, তুষার বিশ্বাস, শংকর কুমার, সাইদুর রহমান, শিলা, ফরহাদ বেপারী, আছিয়া আক্তার প্রমুখ।